খাগড়াছড়িতে নারী পাচারকারী আটক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৭, ১৫:৫৯
জাগরণীয়া ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে হাজেরা বেগম (৩৫) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। তিনি ভারতের বেঙ্গালুরুতে গার্মেন্টস কর্মীর আড়ালে নারীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন বলে জানা গেছে।
১৪ অক্টোবর (শনিবার) রাত ৮টায় তাকে আটক করা হয়। হাজেরা দীঘিনালার দক্ষিণ মিলনপুর এলাকার ওমর আলীর স্ত্রী।
জানা যায়, চাকরির লোভ দেখিয়ে ৮ মাস আগে এক কিশোরীকে ভারতে নিয়ে যান হাজেরা। পরে সেখানে তাকে দিয়ে দেহ ব্যবসা করান। পরে ওই কিশোরীর দুই খালাতো বোনকেও ভারতে নিয়ে যান। বেশ কয়েকদিন পর তাদের পরিবারের সদস্যরা হাজেরার উপর চাপ দিলে তিনজনকে ফেরত পাঠাতে বাধ্য হয়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুদ্দিন ভুইয়া জানান, হাজেরা দেশে ফিরে আসলে ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
0Shares