খাগড়াছড়িতে আদিবাসী নারী খুন, আটক ১
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০২
আজ ১৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল পৌনে ১০টার দিকে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নস্থ মধ্য বোয়ালখালীতে ইন্দ্রা দেবী চাকমা (৫৫) নামে এক বিধবা নারী নিজ জমির বর্গাচাষী মো. আলাউদ্দিনের হাতে খুন হয়েছেন। তার স্বামী ছিলেন মৃত সুরতী চাকমা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ও.সি) শামসুদ্দিন ভূঁইয়া।
ঘটনার সূত্র জানায়, মো. আলাউদ্দিন ইন্দ্রা দেবীর জমির আইল থেকে গরুর জন্য ঘাস কাটছিল। এতে ইন্দ্রা দেবী আপত্তি জানালে দুইজনের মধ্যে তর্কবিতর্ক বাঁধে। তর্ক বিতর্কের এক পর্যায়ে আলাউদ্দিন তার হাতের কাস্তে দিয়ে ইন্দ্রা দেবীর পেটে আঘাত করে। ইন্দ্রা দেবীর চিত্কার শুনে এলাকার পাহাড়ী-বাঙালি খুনি আলাউদ্দিনকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। ইন্দ্রা দেবী চাকমা ঘটনাস্থলেই মারা যান।
জানা যায়, মো. আলাউদ্দিন দীর্ঘ বছর যাবত্ ইন্দ্রা দেবী চাকমার জমিতে বর্গা চাষ করছে।
এদিকে, ঘটনার সাথে সাথে খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) এর নেতৃত্বে দীঘিনালা কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।
এ ঘটনায় আলাউদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।