ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে নিহত বড় ভাই
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৭, ১৬:৫৬
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/10/12/image-12143.jpg)
ছোট ভাই ও তার স্ত্রীর ঝগড়া থামাতে যেয়ে লাঠির আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বড় ভাই। মৃতের নাম শহিদুল ইসলাম। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটর গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে।
১২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই রাশেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৯ অক্টোবর সকালে আমার সাথে আমার স্ত্রী মনোয়ারা খাতুনের ঝগড়া চলছিল। এ সময় আমার স্ত্রী লাঠি নিয়ে আমাকে মারতে আসলে আমার বড় ভাই শহিদুল ইসলাম বাধা দেন। এ সময় আমার স্ত্রী আমার বড় ভাইয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বড় ভাইকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে তিনি মারা যান।
পাটকেলঘাটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।