কাশিয়ানীতে বাসচাপায় বৃদ্ধা নিহত
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৭, ১২:২৮
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/10/10/image-12080.jpg)
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় নিহত হয়েছেন ৬০ বছরের বৃদ্ধা মরিয়ম বেগম।
৯ অক্টোবর (সোমবার) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম উপজেলার কুসুমদিয়া গ্রামের মোকসেদ মোল্লার স্ত্রী।
দুর্ঘটনার পর প্রায় একঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। ফলে সড়কের উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুল হোসেন জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় একটি বাস মরিয়ম বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধা মারা যান। পরে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলে দেওয়ায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।