'বাংলাদেশের জন্যই বিশ্বাবাসীর মনোযোগে রোহিঙ্গা সঙ্কট'
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৭, ১৫:২৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের পদক্ষেপের কারণেই মিয়ানমারে রোহিঙ্গা সঙ্কট এখন বিশ্বাবাসীর মনোযোগের কেন্দ্র।
তিনি বলেন, যদি প্রয়োজন হয় একবেলা খাবো, আরেকবেলার খাবার ওদের ভাগ করে দেবো। বাংলাদেশ যদি এ অবস্থান না নিতো তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের এত দৃষ্টি আকর্ষণ করতে পারত না।
জাতিসংঘ সফর শেষে দেশে ফেরার পর ৭ অক্টোবর (শনিবার) সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান বিশ্বসভায় তুলে আনা আমার লক্ষ্য ছিল। এটুকু বলব, যা কিছু দেশের জন্য করতে পেরেছি, যা কিছু অর্জন, সবই এ দেশের মানুষের সমর্থনে, এ দেশের মানুষের দোয়ায়।
৫ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিকতার নির্দশন প্রদর্শন করার পাশাপাশি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতায় এই সঙ্কটের প্রতি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করায় শেখ হাসিনাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে ‘বিপন্ন মানবতার বাতিঘর’ অভিহিত করেন।