নিখোঁজের ২০ দিন পর নারী শ্রমিকের লাশ উদ্ধার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৭, ১৯:২০
নীলফামারীতে নিখোঁজের ২০ দিন পর মিনু আরা (২২) নামে উত্তরা ইপিজেডের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২ অক্টোবর (সোমবার) দুপুরে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের চৌধুরী পাড়া তিস্তা সেচ ক্যানেলের সাইফুন সংলগ্ন ডোবা হতে তার লাশ উদ্ধার করা হয়। মিনু ওই গ্রামের মমিনুল ইসলামের মেয়ে এবং উত্তরা ইপিজেডের সেকশন সেভেনে ওয়ার্কার (শ্রমিক)।
ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোখলেস উদ্দিন জানান, ২০ দিন আগে বাড়ি থেকে বের হয়ে মিনু নিখোঁজ হয়। পরে সাইফুনের খালে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহতের বাবা মমিনুল ইসলাম জানান, তিনি অসুস্থ হয়ে পড়লে তার মেয়ে খবর পেয়ে গত ১৩ সেপ্টেম্বর (বুধবার) ইপিজেড থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসেন। সন্ধ্যায় একটি ফোন পেয়ে সে বাড়ি হতে বের হয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নীলফামারী সদর থানার ওসি বাবুল আখতার বলেন, লাশ উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। তদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মিনুর বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন।