‘আমরা প্রমাণ করেছি, আমরা পারি’

প্রকাশ : ০২ অক্টোবর ২০১৭, ১৫:২৩

জাগরণীয়া ডেস্ক

নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারের ওপর স্প্যান বসায় প্রথমবারের মতো দৃশ্যমান হয়েছে সেতুটি। এতে উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা প্রমাণ করেছি, আমরা পারি।’

২ অক্টোবর (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় ১ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে রিটজ কার্লটন হোটেলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় পদ্মা সেতু নির্মাণের অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রমাণ করেছি, আমরা পারি। আমি অনেক খুশি।’

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। কারণ, এটির সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িয়ে ছিল। পদ্মার মতো খরস্রোতা বড় নদীতে এমন একটি বিশাল সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নিয়ে বিশ্বের সামনে একটি উজ্জ্বল উদাহরণ তুলে ধরেছে বাংলাদেশ। বাঙালি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। সততা ও দৃঢ়সংকল্প থাকলে তারা যা চায়, করতে পারে।

সভায় শেখ হাসিনা বলেন, ‘আমরা মানুষের জন্য রাজনীতি করি। আমরা মানুষের জন্য কাজ করি। আর আমরা প্রমাণ করেছি, আমরা পারি।’

২০১৫ সালের ডিসেম্বর পদ্মা সেতুর মূল কাজ শুরু হয়। এ সেতুর দৈর্ঘ্য হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার। ৩০ সেপ্টেম্বর (শনিবার) সকালে শরীয়তপুরের জাজিরা অংশে সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের এবং ৩২০০ টন ওজনের প্রথম স্প্যানটি বসানো হয়। সেতুর ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে। সেতু নির্মাণের কাজ শেষ হলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের জনপদের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। 

সূত্র: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত