কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ২

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫০

জাগরণীয়া ডেস্ক

দিনাজপুরের খানসামা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে মামলা করলে পুলিশ দুইজনকে আটক করে।

ধর্ষক রাশেদ আলীর (৩০) উপজেলার আঙ্গারপাড়া ইউানয়নের ছাতিয়ানগড় গ্রামের আকবর আলীর ছেলে।

কিশোরীর মা বলেন, শুক্রবার দুপুরে বৃষ্টি শুরু হলে মেয়েকে মাঠে বাধা ছাগল আনতে পাঠান। সে সময় তার সঙ্গে আরও দুই শিশু ছিল। এ সময় রাশেদ মেয়েকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুরা দৌড়ে বাড়ি এসে খবর দেয়। পরিবারের লোকজন গিয়ে রাশেদকে হাতেনাতে আটক করে।

পরে রাশেদকে থানায় নেওয়ার সময় তার পরিবারের লোকজন হামলা করে তাকে ছিনিয়ে নেয় বলে তার অভিযোগ।

খানসামা থানার এএসআই শামসুল আলম বলেন, শুক্রবার রাতে কিশোরীর বাবা থানায় মামলা করেছেন। রাতেই রাশেদের বাবা আকবর আলী ও ছোট ভাই রুবেল আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে আঙ্গারপাড়া ইউানয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ বলেন, রাশেদের বিরুদ্ধে এমন অভিযোগ আগেও এসেছে। আটকের খবর পেয়ে আমি চৌকিদার পাঠাই। কিন্তু তার আগেই রাশেদ তার পরিবারের লোকজনের সহযোগিতায় পালিয়ে যান।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত