শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০২
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/09/25/image-11839.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর (রবিবার) সকালে ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন বলে জানিয়েছেন আশুগঞ্জ থানার ওসি বদরুল আলম তালুকদার।
আটক কিশোরের বাড়ি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বাইশামা গ্রামে। উপজেলা শহরের হাসপাতাল রোড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকে।
শিশুটির পরিবার জানায়, প্রতিবেশী পাঁচ বছর বয়সী ও ছয় বছর বয়সী দুই শিশুকে খেলার প্রলোভন দেখিয়ে বুধবার বিকালে একটি ঘরে নিয়ে যায় ওই কিশোর। সেখানে নিয়ে পাঁচ বছর বয়সী শিশুটিকে খেলার এক পর্যায়ে ধর্ষণ করে। পরে আরেকজনকে ধর্ষণের চেষ্টার সময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে এলে ওই কিশোর পালিয়ে যায়।
পরে ২৩ সেপ্টেম্বর (শনিবার) রাতে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের দেয় বলে জানান তারা।
ওসি বদরুল আলম বলেন, শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। একজনের ধর্ষণের এবং আরেকজনের ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া গেছে।