৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেপ্তার
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৫
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/09/20/image-11746.jpg)
পিরোজপুর সদর উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় অনিমেষ ডাকুয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুমুর রহমান বিশ্বাস জানান, ১৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে সদরের শিকদারমল্লিক ইউনিয়নের শিকদারমল্লিক গ্রামের এলাকায় এ ঘটনা ঘটে।
ওসি বলেন, ১৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অনিমেষ মেয়েটিকে তাদের ঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার শুরু করলে অনিমেষ পালিয়ে যায়। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে রাতে অনিমেষকে আটক করে পুলিশ।
১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে মেয়েটির বাবা ধর্ষণ চেষ্টার মামলা করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
অনিমেষ শিকদারমল্লিক গ্রামের নিরোধ ডাকুয়ার ছেলে।