স্ত্রীর ছোঁড়া ফুটন্ত পানিতে দগ্ধ স্বামীর মৃত্যু
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২২
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/09/20/image-11745.jpg)
মুন্সীগঞ্জে স্ত্রী মিনু বেগমের (৩৫) ছোঁড়া ফুটন্ত পানিতে গুরুতর আহত স্বামী নাসির উদ্দিন (৫০) পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন।
১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি মারা যান।
জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জেলার সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে ঘুমন্ত স্বামীর ওপর ফুটন্ত পানি ছুড়েন স্ত্রী মিনু। গুরুতর আহতাবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠায়।
নিহতের ছোট ভাই শাহেব উদ্দিন জানান, আমার ভাবী প্রায়ই ভাইয়ের সঙ্গে ঝগড়া করত। ১৪ সেপ্টেম্বর রাতে ঘুমন্ত অবস্থায় আমার ভাইয়ের শরীরে মরিচ, লবণ মিশ্রিত ফুটন্ত গরম পানি ঢেলে দেয়। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর সদর থানায় অভিযোগপত্র দেওয়া হয়। পরে আমি বাদী হয়ে মিনু বেগমকে প্রধান আসামি করে হত্যা চেষ্টার মামলা করেছি।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, আসামি মিনু বেগম পলাতক রয়েছেন। তাকে ধরার চেষ্টা চলছে। পুলিশ তদন্ত শুরু করছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।