স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৮
জাগরণীয়া ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরকীয়ার জের ধরে স্ত্রী শ্রী বাসনা রানী সিংহকে (২৫) শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী সঞ্জয় সিংহকে (৩৫) আটক করেছে পুলিশ।
আজ ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে গলায় শাড়ি পেঁচানো বাসনার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এসআই কামরুজ্জামান জানান, বাসনা রাণীর গলায় আঙ্গুলের দাগ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ১৩ সেপ্টেম্বর (বুধবার) গভীর রাতের কোন এক সময় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সঞ্জয় সিংহকে আটক করা হয়েছে। পরকীয়ার কারনে সে এমন ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এস আই কামরুজ্জামান।
0Shares