নারী শিল্পীর হাতে তৈরি হচ্ছে নওগাঁর প্রতিমা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৫
সারা দেশের মতো নওগাঁয় শারদীয় দুর্গা পূজা উৎসবের প্রস্তুতি চলছে। পূজার আর মাত্র ১৪ দিন বাকি। ইতোমধ্যে নওগাঁ সদর, উপজেলা সদরসহ পল্লীগ্রামে বিভিন্ন পাড়া-মহল্লায় মন্দিরে মন্দিরে পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলছে। দিন রাত সমান তালে প্রতিমা তৈরির কাজ করেছেন প্রতিমা শিল্পীরা। পুরুষ শিল্পীর পাশাপাশি থেমে নেই নারী শিল্পীরাও। এখন শুধু বাকি প্রতিমায় রং তুলির কাজ। তাই শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তারা।
প্রতিমা কারিগর কৈলাশ বর্মন জানান, বছরের এই সময়টা ব্যস্ততায় কাটালেও অন্য সময় তাদের হাতে থাকে না কোন কাজ, তাই অনেকেই বাধ্য হয়ে বাপ-দাদার এই পেশাটাকে টিকিয়ে রেখেছেন কোন রকমে। কেউ কেউ এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরে পুলিশের পাশাপাশি আনছার বাহিনী ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে বলে জানান তিনি।