যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে জখম
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৮
সাভার উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ওই গৃহবধূকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর স্বামীর নাম রেদওয়ানুল হক। তিনি ভাটপাড়া মহল্লায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী রেদওয়ানুল হক কয়েক দিন ধরেই বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা আনার জন্য ওই গৃহবধূকে চাপ দিচ্ছিলেন। আজ ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালেও টাকার জন্য স্ত্রীকে চাপ দেন রেদওয়ানুল। ওই নারী টাকা আনতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন রেদওয়ানুল। পরে খবর পেয়ে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনাজ উদ্দিন মোল্লা গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকে রেদওয়ানুল হক পলাতক।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।