নাফে ১২ নৌকাডুবি, ৫ রোহিঙ্গার লাশ উদ্ধার
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৪
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/09/06/image-11366.jpg)
মিয়ানমার থেকে নৌপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের ১২টি নৌকা ডুবে যায়। আজ ৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় পাঁচটি লাশ ভাসতে দেখে লোকজন আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। পরে লাশগুলো ডাঙায় নিয়ে আসা হয়।
উপকূলের নিরাপত্তায় কাজ করা আইনশৃঙ্খলা বাহিনী কোস্টগার্ড শাহপরীর দ্বীপের অধিনায়ক লেফটেন্যান্ট ফয়সাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে টেকনাফ থানায় যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন।