'রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেবে ইন্দোনেশিয়া'
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ০০:৩২
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/09/06/image-11359.jpg)
মায়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার দরুণ বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ এর ঘটনায় ইন্দোনেশিয়া সরকার বাংলাদেশকে সমর্থন দিবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।
৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সফররত পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি সাংবাদিকদের মুখোমুখি হন। তবে তিনি লিখিত বক্তব্য পড়ে চলে যান।
বক্তব্যে রেতনো মারসুদি বলেছেন, অচিরেই রোহিঙ্গা মানবিক বিপর্যয় শেষ হতেই হবে। এর জন্য যা যা করণীয় সেক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন দেবে ইন্দোনেশিয়া সরকার।
রেতনো মারসুদি বলেন, মায়ানমারের রাখাইন রাজ্যে সরকারের হামলায় যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা সমাপ্ত হওয়া দরকার। এ জন্য সমর্থন পাবে বাংলাদেশ।
তিনি প্রশংসা করে বলেন, বাংলাদেশ নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি সমবেদনা দেখাচ্ছে এবং সহযোগিতা করছে। ইন্দোনেশিয়া সেটিকে সমর্থন করে। আমরা পাশে আছি, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও জানিয়েছি।