শাহবাগে বাসের চাপায় গৃহবধূর মৃত্যু

প্রকাশ : ২৭ আগস্ট ২০১৭, ১৯:১৩

জাগরণীয়া ডেস্ক

ঢাকার শাহবাগ এলাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এর বহির্বিভাগের রাস্তায় যাত্রীবাহী একটি বাসের চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম আফসানা বলে জানা গেছে।

২৭ আগস্ট (রবিবার) দুপুরে দিকে এ দুর্ঘটনাটি ঘটে। 

খোঁজ নিয়ে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী বড় ছেলে তারেককে নিয়ে পিজি হাসপাতালে চিকিৎসার জন্য যান চান মিয়া ও তার স্ত্রী আফসানা। পরে বাসায় ফেরার জন্য রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস আফসানাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আফসানার মৃত্যু হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাস্তা পারাপারের সময় বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় আফসানা। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত