টাঙ্গাইলে নির্যাতনের পর তরুণীকে হত্যা, জঙ্গলে লাশ

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৭, ১৩:২৮

জাগরণীয়া ডেস্ক

নির্যাতনের পর অজ্ঞাত এক তরুণীকে হত্যা করে রক্তাক্ত লাশ টাঙ্গাইলের মধুপুরের একটি সড়কের পাশে জঙ্গলে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮/২০ বছর। তবে নাম-পরিচয় জানা যায়নি।

২৪ আগস্ট (শুক্রবার) রাত ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পঁচিশ মাইল এলাকার জঙ্গল থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

মধুপুর থানার এসআই আমিনুল ইসলাম জানান, ওই এলাকায় লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, নির্যাতন করে হত্যার পর অপরাধীরা নিরাপদ ভেবে লাশ বনের মধ্যে ফেলে রেখে গেছে।

এ ঘটনায় হত্যা মামালার প্রক্রিয়া চলছে। তবে রহস্য উদঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত থাকার কথা জানিয়েছেন এসআই।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত