বঙ্গবন্ধু সেতুর গাইড বাঁধে ধস

প্রকাশ : ২৪ আগস্ট ২০১৭, ১৫:৩৫

জাগরণীয়া ডেস্ক

বঙ্গবন্ধু সেতুপূর্ব দক্ষিণের গাইড বাঁধে ধস শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় ১ হাজার মিটার অংশ ধসে গেছে।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গরিলা বাড়ির সেতু এলাকা যমুনা নদীতে ২২ আগস্ট (মঙ্গলবার) বিকাল থেকে এই ভাঙন শুরু হয়েছে।

গত ১৯ আগস্ট (শনিবার) থেকে অব্যাহত সেতুর বাঁধে ধস ও ভাঙনরোধে এখন পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেননি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। সেতুটির সাইট অফিসের প্রকৌশলীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন বলে জানান তারা।

দক্ষিণ বেলটিয়া গ্রামবাসীর অভিযোগ, বিবিএ কর্মকর্তাদের ঘুষ দিয়ে বালু খেকোরা অবৈধভাবে বাঁধের অংশ থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে বাঁধে ভাঙন ও ধস শুরু হয়। মঙ্গলবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত ১ হাজার মিটার বাঁধ নদীগর্ভে চলে গেছে। এখনও তীব্র ভাঙন অব্যাহত রয়েছে।

জানা যায়, ২০০৪ সালে বঙ্গবন্ধু সেতুপূর্ব কালিহাতী উপজেলার গরিলাবাড়ি এলাকায় সেতুর দক্ষিণের গাইড বাঁধে কয়েকটি গ্রাম রক্ষার্থে যমুনা নদীতে সিসি ব্লক ও কার্পেটিং করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বাঁধ তৈরির ১৪ বছর পর বিবিএ কর্তৃপক্ষের গাফিলতির কারণে সেতুর গাইড বাঁধ অংশ ভেঙে যাচ্ছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাইট অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন হোসেন বলেন, সেতুর দক্ষিণের গাইড বাঁধের অংশে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে বঙ্গবন্ধু সেতু হুমকিতে রয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত