টিপু সুলতানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রকাশ : ২০ আগস্ট ২০১৭, ১২:২৮
জাগরণীয়া ডেস্ক
সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খান টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী রাজনীতি ও মুক্তিযুদ্ধে মরহুমের অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, তার মৃত্যুতে জাতি এক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নিবেদিতপ্রাণ এক নেতাকে হারালো।
শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
টিপু সুলতান শনিবার রাতে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
খান টিপু সুলতান আওয়ামী লীগের মনোনয়নে যশোর-৫ (মনিরামপুর) থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ সালে মোট তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।