বনানীতে অভিনেত্রী ধর্ষণ: ফের পেছাল মামলার তদন্ত প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৭, ১৭:৩৬

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাসায় নিয়ে অভিনেত্রীকে ধর্ষণের মামলায় তদন্ত প্রতিবেদন জমার সময় ফের বাড়িয়ে ১১ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত। ১৭ আগস্ট (বৃহস্পতিবার) ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব এই দিন নির্ধারণ করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বিষয়টি জানিয়েছেন।

ধর্ষণের অভিযোগে গত ৫ জুলাই রাতে মামলাটি দায়ের করা হয়। ওই মামলার বরাত দিয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আলী আহমেদ জানান, জন্মদিনের দাওয়াতের কথা বলে বনানীর ২ নম্বর রোডের ২১৪ নম্বর বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। বনানীর ন্যাম ভিলেজে ব্যবসায়ী বোরহান উদ্দিন বেলালের ছেলে বাহার উদ্দিন ইভানকে (২৮) মামলায় একমাত্র আসামি করা হয়েছে। পরে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

পুলিশ আরো জানায়, তরুণী (২১) রাজধানীর বাসিন্দা।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত