রেললাইন ডুবে দিনাজপুরের সঙ্গে যোগাযোগ বন্ধ
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৭, ০২:১৬
দিনাজপুরে বন্যার পানিতে রেললাইন ডুবে যাওয়ায় ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা যায়, তিন দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে দিনাজপুরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পুনর্ভবা নদী ৮০ সেন্টিমিটার এবং আত্রাই নদী ৮৫ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে ভেঙে গেছে দিনাজপুরের শহর রক্ষাবাঁধ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোখলেসার রহমান জানান, বন্যার পানিতে দিনাজপুরের বিভিন্ন স্থানে রেললাইন ডুবে গেছে। এজন্য দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
পুনর্ভবা নদীর পানির তোড়ে দিনাজপুর-পার্বতীপুর রেল রুটের বিভিন্ন পয়েন্ট ডুবে গেছে। এতে দুর্ঘটনা এড়াতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জেলা রেলওয়ে স্টেশন সুপার গোলাম মোস্তফা জানিয়েছেন, ১৪ আগস্ট (সোমবার) সকাল থেকে দিনাজপুর-পার্বতীপুর রুটে কোনো ট্রেন চলাচল করতে দেখা যায়নি।