রাজধানীতে জোর করে ধরে হোটেলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ

প্রকাশ : ১২ আগস্ট ২০১৭, ০২:৩৩

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর শ্যামলীতে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর শেরেবাংলানগর থানা পুলিশ অভিযুক্ত নাসিমকে (২৫) গ্রেপ্তার করেছে। তাকে ১১ আগস্ট (শুক্রবার) কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষিতা ওই ছাত্রীকে ১১ আগস্ট (শুক্রবার) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার এসআই শফিকুল ইসলাম জানান, শ্যামলীর দুই নম্বর রোড এলাকার বাসিন্দা ওই ছাত্রী ৯ আগস্ট (বুধবার) বিকেলে বাসা থেকে বের হয়ে দাদার বাসায় যাচ্ছিল। রাস্তা থেকে একই এলাকার বাসিন্দা তানজিনুর রহমানের শ্যালক নাসিম তাকে জোর করে ধরে নিয়ে যায়। তাকে মিরপুরের একটি হোটেলে নিয়ে নাসিম ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বাসায় এসে বিষয়টি তার মাকে জানায়। ওই ছাত্রীর মা তার বাবাকে বিষয়টি জানান।

ওই ছাত্রীর বাবার অভিযোগ, বিষয়টি নাসিমের ভগ্নিপতি তানজিনুর রহমানকে জানালে তিনি তাদেরকে পাল্টা হুমকি দেন।

এরপর ওই ছাত্রীর বাবা ১০ আগস্ট (বৃহস্পতিবার) শেরেবাংলানগর থানায় একটি মামলা করেন। পুলিশ এই মামলায় অভিযুক্ত নাসিমকে গ্রেপ্তার করে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত