ভিডিওবার্তায় গুলশানের হামলা প্রশংসায় আইএস: আরও হামলার হুমকি!
প্রকাশ : ০৬ জুলাই ২০১৬, ১১:৫৬
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের প্রশংসা করে ভবিষ্যতে বাংলাদেশে আরও হামলার হুমকি দিয়েছে আইএস সদস্যরা।
মঙ্গলবার (৪ জুলাই) এক ভিডিওবার্তায় এ হুমকি দিয়েছে সিরিয়ার আর-রাকায় অবস্থানরত ৩ জন বাংলাদেশি আইএস সদস্য। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েব সাইট সাইট ইনটেলিজেন্ট গ্রুপে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া গুপ্তহত্যা ও গুলশানে আত্মঘাতী হামলার দায় স্বীকারের পরেও সরকার থেকে বারবার দেশে আইএস এর অবস্থান নিয়ে অস্বীকার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ নিয়ে বলেছিলেন ‘দেশে কোনো আইএস নেই? থাকলেও কোথায় আছে? খোঁজ পেলে জানান।’
উল্লেখ্য, গত শুক্রবার (১ জুলাই) রাতে গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও ৩ বাংলাদেশি নিহত হন। পরে কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয় বলে শনিবার সেনা সদরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিযানে জীবিত উদ্ধার করা হয় ৩ বিদেশিসহ ১৩ জিম্মিকে। এছাড়া ১ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও ১ জন ভারতের নাগরিক। বাকি ৩ জন বাংলাদেশি, যাদের মধ্যে ১ জনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল। নিহত ৭ জাপানির মধ্যে ৬ জনই মেট্রোরেল প্রকল্পের কাজে নিয়োজিত ছিলেন।