চিকিৎসার নামে আপত্তিকর ভিডিও ধারণ, আটক ১
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৭, ০১:৫৪
মাদারীপুরে যৌন চিকিৎসার নামে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব। আটককৃত ডাক্তারের কাজী নিজামউদ্দিন শুভ (৩০)। শুভ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নলকোনা গ্রামের হান্নান কাজীর ছেলে।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাকিবুজ্জামান ৬ আগস্ট (রবিবার) সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা রাকিবুজ্জামান জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে দীর্ঘদিন ধরে যৌন চিকিৎসার নামে নারীদের আপিত্তকর ভিডিও ধারণ করে প্রতারণা করে আসছে ভুয়া চিকিৎসক শুভ।
তিনি জানান, প্রতারণার শিকার এক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ আগস্ট (শনিবার) দুপুরে টেকেরহাটের সেবা মেডিকেল হলে অভিযান চালায় র্যাব। সেখান থেকে ল্যাপটপ, দুটি ক্যামেরা, ৮টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ডসহ গোপনে ভিডিও ধারনের ডিভাইস জব্দ করা হয়। এ সময় সেখান থেকে কাজী নিজামউদ্দিন শুভকে আটক করা হয়। পরে পর্নোগ্রাফি আইনে রাজৈর থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।