আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৭, ০১:২৪
সাতক্ষীরায় মটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
৬ আগস্ট (রবিবার) সকাল ৯টায় সাতক্ষীরা আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মাজিদা খাতুন। তিনি আশাশুনি উপজেলার ফকরাবাদ পূর্ব পাড়ার জাফর আলীর স্ত্রী ও ফকরাবাদ আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।
ফকরাবাদ আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা খাতুন জানান, রবিবার তাদের স্কুলে পরীক্ষা ছিল। সহকারী শিক্ষিকা মাজেদা খাতুন সকালে তার প্রতিবেশী ভাই শরীফ হোসেনের মটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। গোয়ালডাঙ্গা বাজার তিন রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভ্যানকে পাশ কাটাতে যেয়ে মটর সাইকেল থেকে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদুল ইসলাম শাহিন শিক্ষিকা মাজেদা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।