তারামন বিবিকে সিএমএইচে ভর্তি

প্রকাশ : ০৬ আগস্ট ২০১৭, ০০:০৪

জাগরণীয়া ডেস্ক

বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। তাকে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

৫ আগস্ট (শনিবার) বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারামন বিবির শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়েই চলেছে। ঠিক মতো খেতে পারছেন না, প্রচুর দুর্বল হয়ে পড়েছে শরীর। সে জন্য তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসা।

এর আগে তাকে কুড়িগ্রাম থেকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক কর্নেল মোকসেদুল তার চিকিৎসার দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১-এ ১১নং সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীর রান্না করা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর খবর সংগ্রহসহ সম্মুখযুদ্ধে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে পবিবারের সঙ্গে বসবাস করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত