গলাচিপায় বাবা-মা ও মেয়েকে খুনের ঘটনায় মামলা

প্রকাশ : ০৩ আগস্ট ২০১৭, ১৮:৪৮

জাগরণীয়া ডেস্ক

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের চৈয়ালবনিয়া গ্রামে নিজ ঘরে বাবা-মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। নিহতরা হলেন, দিনমজুর মো. দেলোয়ার মোল্লা (৫০) তার স্ত্রী পারভিন আক্তার (৪৫) ও তাদের মেয়ে কাজলী আক্তার (১৫)।

৩ আগস্ট (বৃহস্পতিবার) নিহত দেলোয়ার মোল্লার বড় ভাই ইদ্রিস মোল্লা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা করেন।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ‘বিভিন্ন দিক মাথায় রেখেই ঘটনার তদন্ত চলছে। তবে নিজ বংশের লোকজনের সঙ্গে জমিজমা ও একটি হত্যাকাণ্ডের ঘটনায় পূর্ব বিরোধ থাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

গলাচিপা থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, ২ আগস্ট (বুধবার) সন্ধ্যার পর উপজেলার আমখোলা ইউনিয়নের চৈয়ালবনিয়া গ্রামের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ওসি জাহিদুল জানান, স্থানীয় ইউপি সদস্য সবুজ মিয়ার দেওয়া খবরে খাটের উপর গৃহকর্তা ও তার স্ত্রীর লাশ পাওয়া যায়। আর মেয়ের লাশ পাওয়া গেছে বারান্দায়।

চৈয়ালবনিয়া গ্রামের লোকজন জানায়, ২ আগস্ট (বুধবার) বিকেলে দেলোয়ারের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন দুর্গন্ধ পায়। পরে ঘরের তালা খুলে তিনটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহতদের শরীরে কোপানোর দাগ রয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত