কমলগঞ্জে চরম স্বাস্থ্য ঝুঁকিতে চা শ্রমিকরা
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৭, ১৮:১৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা শ্রমিকরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। চা শ্রমিকের ঘাম জড়ানো চায়ের বাগানে কলোনি সমূহে গাদাগাদিভাবে বসবাস করেন শ্রমিক পরিবার সদস্যরা। শ্রমিকরা অপুষ্টিকর খাবার খেয়ে জীবন ধারণ করছেন। ভালো মানের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় তাদের একটি বড় অংশ এখনও খোলা ও উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করেন। রয়েছে পানীয় জলের সমস্যা।
পরিচ্ছন্ন পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব, মাদকাসক্ত, অপুষ্টি, নালা ও খালের পানির ব্যবহারে ডায়রিয়াসহ অপুষ্টির শিকার হচ্ছেন শিশুরা। কমলগঞ্জ উপজেলার চা বাগান এলাকা ঘুরে শ্রমিকদের অভিযোগে এসব চিত্র পাওয়া গেছে।
জানা যায়, অধিকাংশ চা শ্রমিক পরিবারে একজনের দৈনিক ৮৫ টাকা মজুরির উপর নির্ভরশীল ৫ থেকে ৮ সদস্যের পরিবার। আর্থিক অস্বচ্ছলতা, ভূমির সমস্যা, লোকবল বৃদ্ধিসহ নানা সমস্যায় রয়েছেন চা বাগানের শ্রমিক কলোনি ও পরিবার সমূহ।
বাগান কর্তৃপক্ষ, ইউনিয়ন পরিষদ ও এনজিও সমূহের মাধ্যমে কিছু টয়লেট স্থাপন করা হলেও বিশাল শ্রমিক পরিবারের মধ্যে সেগুলো পর্যাপ্ত নয়।
চা বাগান ম্যানেজমেন্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন কথা বলতে রাজি হননি কোন কর্মকর্তা।