ধর্ষণ বেড়ে যাওয়ায় জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৭, ১৭:৩২
ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সামাজিক অস্থিরতা ও বিচারহীনতার সংস্কৃতি ছাড়াও কিছু দুর্বৃত্ত রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় এ ধরণের অপরাধ করছে। যা মোটেই গ্রহণযোগ্য নয়।’
জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিয়াজুল হক বলেন, কমিশন মনে করে,এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে এসব ঘটনা দ্রুত আমলে নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। অভিযুক্তদের গ্রেপ্তার করে দ্রুত ও সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ এবং মামলার দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। আইন-শৃঙ্খলা বাহিনীকে তাদের নিরাপত্তা জোরদার করতে কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। সব ‘ধর্ষক’কে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
ধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ আমলে নিয়ে কমিশন তাদের প্যানেল আইনজীবীর মাধ্যমে ভুক্তভোগীদের আইনি সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু করেছে।