মায়ের কাছে ফিরতে চায় সাগর
প্রকাশ : ৩১ জুলাই ২০১৭, ১৬:৪০
সিরাজগঞ্জের যমুনা বিধ্বস্ত চৌহালী উপজেলা সদর এলাকায় প্রায় সাড়ে তিন মাস ধরে সাগর (১৪) নামের মানসিক প্রতিবন্ধী একটি ছেলে খাষকাউলিয়া গ্রামের মৃত শাহজাহান আলীর মেয়ে সুফিয়া খাতুনের হেফাজতে রয়েছে। প্রতিবন্ধী সাগর বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায়।
মানসিক প্রতিবন্ধী ছেলেটি অস্পষ্ট গলায় তার নাম সাগর, পিতা রতন খান, দাদার নাম মফিজ খান, বাড়ি গুলিস্থান, বাবা নাজিমুদ্দিন হাইস্কুলে রাজমিস্ত্রি কাজ করে বলে জানায়।
সাগরের আনুমানিক বয়স ১৮ বছর। গায়ের রং শ্যাম বর্ণ, উচ্চতা প্রায় ৫ ফুট।
সুফিয়া খাতুন জানান, শবে বরাতের দিন সন্ধ্যার সময় পাগল ছেলেটিকে খাষকাউলিয়ার আজিমুদ্দিন মোড় এলাকায় মাটিতে গড়াগড়ি করতে দেখে তার মায়া হয়। তিনি শিশুটিকে বাড়ি নিয়ে গোসল করিয়ে খাবার দিয়ে রাতে ঘুমাতে দেন। পরে নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে সময় থেকে একই ঠিকানা বলে আসছে। সেই মোতাবেক গুলিস্থানে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অনেক খুঁজেও তার পরিবারের কাউকে পাইনি। পরে চৌহালী থানা পুলিশ ও গ্রামের মাতব্বরদের কাছে বিষয়টি বলেছি। আমি দিন মুজুরি করে খাই। ছেলেটি নিয়ে খুব কষ্টে আছি।
যোগাযোগের ঠিকানা, সুফিয়া খাতুন, উপজেলা সদর, চৌহালী (০১৭৯০-১৯৫৯৬০) অথবা মোল্লা বাবুল আক্তার, সাধারণ সম্পাদক, চৌহালী উপজেলা যুবলীগ, মোবাইল নম্বর: ০১৭১২৮০৮৫৩০