ধর্ষক তুফানের স্ত্রীসহ গ্রেপ্তার ৩

প্রকাশ : ৩১ জুলাই ২০১৭, ১৫:৩৬

জাগরণীয়া ডেস্ক

বগুড়ায় শিক্ষার্থীকে ধর্ষণ ও মাসহ তার মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তুফানের স্ত্রী আশাসহ তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- রনু মিয়ার মেয়ে ও তুফানের স্ত্রী আশা (২০), শহিদুল ইসলামের ছেলে ও তুফানের গাড়িচালক জিতু (২৩), আব্দুল বাছেদের ছেলে ও তুফানের সহযোগী মুন্না (২৫)।

সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ জুলাই (রবিবার) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনার সব আসামিকে গ্রেপ্তার করা হলো। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, বগুড়া থেকে একটি প্রাইভেটকারে করে তুফানের স্ত্রী, গাড়িচালক ও তুফানের সহযোগী ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে রাত সাড়ে ১১টায় তারা সাভারের হেমায়েতপুর এলাকায় এসে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশের একটি দল ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে। এসময় ওই গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত