আম কুড়াতে গিয়ে ৭ বছরের শিশু ধর্ষিত

প্রকাশ : ৩০ জুলাই ২০১৭, ১৬:৫৩

জাগরণীয়া ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রাজারামপুর গ্রামে গত ২৯ জুলাই (শনিবার) সকালে আম কুড়াতে গিয়ে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ওইদিন দুপুরে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এসএম জাকারিয়া জানান, ২৯ জুলাই (শনিবার) সকাল নয়টার দিকে সদর ইউনিয়নের রাজারামপুর গ্রামের পাশের একটি আম বাগানে আম কুড়াতে যায় শিশুটি। এসময় একই গ্রামের নূর হোসেনের ছেলে রাজু আহমেদ (১৫) শিশুটিকে ফুঁসলিয়ে বাগানের পাশে একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে ২২ ধারায় শিশুর জবানবন্দী রেকর্ড করা হয়। রাতেই তার ডাক্তারি পরীক্ষা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন হয়।

মামলার একমাত্র আসামি রাজু পলাতক রয়েছে। আজ ৩০ জুলাই রবিবার বিকেল পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপপরিদর্শক বজলুর রশিদ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত