সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

প্রকাশ : ২৯ জুলাই ২০১৭, ২০:৩৮

জাগরণীয়া ডেস্ক

ওমান প্রবাসী মেয়েকে নিয়ে ঢাকা থেকে সাতক্ষীরার শ্যামনগরের নিজ বাড়িতে ফিরতে গিয়ে বাস-মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গোটা শ্যামনগর জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

২৮ জুলাই (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলার মধুখালি এলাকার কাজিরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত হয়েছেন, শ্যামনগর কৈখালী ইউনিয়নের কাঠামরী গ্রামের মোঃ আব্দুল করিম গাজী (৭০) ও তার ওমান প্রবাসী মেঝ কন্যা খাইরুন বিবি (৩০), ছেলে নাজমুল হোসেন (২২) ও তার স্ত্রী (১৮), ভাগ্নে জাহিদ হাসান (১৮) ও মাইক্রোবাসের চালক আনিসুর রহমান (২৫)। আহত হয়েছেন খাইরুল (১৫) ও সাইফুদ্দিন (১২)। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জানান, নিহত পরিবারের বাকি সদস্যরা ইতোমধ্যে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন মৃতদেহ ফেরত আনার জন্য। ওমান প্রবাসী মেয়েটি শুক্রবার সকাল ১০টার দিকে দেশে ফেরে। এরপর তারা সকলে একত্রে শ্যামনগরে নিজ বাড়িতে ফিরছিলেন। এর থেকে বেশী এ মুহূর্তে বলতে পারছি না।

সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের সংসদ সদস্য জগলুল হায়দার এমপি বলেন, এ ঘটনায় গোটা শ্যামনগর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত