গুলশান হামলা: নিহত জাপানিদের স্বজনরা ঢাকায়
প্রকাশ : ০৪ জুলাই ২০১৬, ০৩:৩৯
গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত জাপানিদের স্বজনরা ঢাকায় এসেছেন। তাদের সঙ্গে এসেছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দাতা সংস্থা জাইকার কিছু কর্মকর্তাও।
রোববার (৩ জুলাই) রাতে বিশেষ একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা।
বিমানবন্দর থেকে বেরিয়েই তারা ঢাকার একটি হোটেলে ওঠেন। তবে এ নিয়ে কোনো কথা বলেননি হোটেলটির কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয় বা জাপান দূতাবাসের কেউ।
অবশ্য একটি সূত্র বলছে, হোটেলটিতে ৩০-৪০ জনের মতো জাপানি উঠেছেন। এদের মধ্যে ক’জন স্বজন আর ক’জন সরকারি বা জাইকা কর্মকর্তা তা জানা যায়নি।
এর আগে, জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা সংবাদ সম্মেলন করে এই স্বজনদের বাংলাদেশে পাঠানোর কথা জানান।
তিনি আরও জানান, হামলায় জাপানের সাত নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দু‘জন নারী।
জাপানের সংবাদমাধ্যমের তথ্য মতে চারজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- টোকিওভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান কাটাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালের কর্মী কোয়ো ওগাসাওয়ারা, আলমেক করপোরেশনের কর্মী মাকোতো ওকামুরা, ইউকো সাকাই ও রুই শিমোদারিয়া।
গত শুক্রবার (১ জুলাই) রাতে গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে ৬ জন জাপানের নাগরিক ছিলেন।