বনানী অভিনেত্রী ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ২৩:১৭

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাসায় নিয়ে এক অভিনেত্রীকে ধর্ষণের মামলায় তদন্ত প্রতিবেদন জমার দিন পিছিয়েছেন আদালত।

২৫ জুলাই (মঙ্গলবার) প্রতিবেদন দাখিলের ধার্য দিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই সুলতানা আক্তার সেটি জমা দিতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসাইন প্রতিবেদন জমার সময় পিছিয়ে আগামী ১৭ আগস্ট নতুন দিন ঠিক করেন বলে আদালত পুলিশের সংশ্লিষ্ট এসআই আব্দুল মান্নান জানান।

এ মামলায় গ্রেপ্তার আসামি ব্যবসায়ীপুত্র বাহাউদ্দিন ইভান ইতোমধ্যে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত