গুলশান হামলা: কমান্ডো অভিযানের ৫টি ভিডিও

প্রকাশ : ০৩ জুলাই ২০১৬, ০০:৩৬

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর গুলশান ২ এর ৭৯ নং সড়কে হলি আর্টিসান রেস্তোঁরায় সন্ত্রাসী হামলার ঘটনায় জিম্মি সংকট নিরসনে চালানো অভিযানের পাঁচটি ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

অভিযান চলাকালে পার্শ্ববর্তী ভবন থেকে এই ভিডিওগুলো নিজের মোবাইলে ধারণ করেন দক্ষিণ কোরীয় নাগরিক ডি.কে হোয়াং। বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বাসিন্দা হোয়াং নিজের ফেসবুকে এসব ভিডিও শেয়ার করে ক্যাপশনে সেগুলোকে গুলশানে জিম্মিদের মুক্ত করতে পরিচালিত অভিযানের ভিডিও বলে দাবি করেছেন। 

সেসব ভিডিও পরে শেয়ার করেছেন অনেকেই। ফেসবুকের সেই ভিডিওগুলো এখানে দেয়া হলো।

 

 

 

 

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ৮/৯ জন অস্ত্রধারী যুবক 'আল্লাহু আকবর' বলে স্লোগান দিতে দিতে হলি আর্টিসান নামক ঐ রেস্তোঁরায় আক্রমন চালায়। এসময় তারা ফাঁকা গুলি ছুঁড়ে সবাইকে জিম্মি করে নেয় ও বোমার বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় নিহত হয়েছেন বনানী থানার ওসি সালাহ উদ্দিন ও ডিবির সহকারী কমিশনার রবিউল। পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হন। 

উদ্ধার অভিযান শেষে শনিবার দুপুরে ২০ জন বিদেশির জবাই করা লাশ উদ্ধারের কথা জানায় আইএসপিআর। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত