গুলশান হামলা: ভারতীয় তরুণী নিহত

প্রকাশ : ০২ জুলাই ২০১৬, ১৯:০১

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর গুলশান ২ এর ৭৯ নং সড়কে হলি আর্টিসান রেস্তোঁরায় সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতীয় এক তরুণী নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় তিনি বলেন, “আমি অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে, ঢাকায় সন্ত্রাসীদের হাতে জিম্মি ভারতীয় তরুণী তরুশি অস্ত্রধারীদের হামলায় নিহত হয়েছে”।

এর আগে শনিবার সকালে কমান্ডো অভিযানের আগে গুলশানে সাংবাদিকদের কাছে তার জিম্মি হওয়ার খবর জানান তার বন্ধুর বাবা দাবিদার ধানমণ্ডির বাসিন্দা রাশেদ হাসান খান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (বার্কলে) পড়ুয়া তরুশি নামে ভারতীয় ওই তরুণী তার ছেলে রইস হাসান খানের বন্ধু। মেয়েটির বাবার নাম জিয়ান সঞ্জীব।

রাশেদ হাসান বলেন, “তরুশি বারিধারার একটি বাসায় থাকতো। সে শুক্রবার রাতে এখানে আটকা পড়েছিল। আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না”।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ৮/৯ জন অস্ত্রধারী যুবক 'আল্লাহু আকবর' বলে স্লোগান দিতে দিতে হলি আর্টিসান নামক ঐ রেস্তোঁরায় আক্রমন চালায়। এসময় তারা ফাঁকা গুলি ছুঁড়ে সবাইকে জিম্মি করে নেয় ও বোমার বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় নিহত হয়েছেন বনানী থানার ওসি সালাহ উদ্দিন ও ডিবির সহকারী কমিশনার রবিউল। পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হন। 

উদ্ধার অভিযান শেষে দুপুরে ২০ জন বিদেশির জবাই করা লাশ উদ্ধারের কথা জানায় আইএসপিআর। ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে শ্রীলঙ্কার দুজন ও জাপানের এক নাগরিক রয়েছেন।
তবে এখনো ঘটনাস্থলে উপস্থিত অনেকে জীবিত নাকি মৃত তা জানা যায়নি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত