সংলাপে সুশীল সমাজের ৬০ প্রতিনিধিকে ডেকেছে ইসি

প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ১৫:৫৬

জাগরণীয়া ডেস্ক

সচিব মোহাম্মাদ আবদুল্লাহ জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ৬০ জনকে ডাকা হয়েছে। তিনি জানান, এই সংখ্যা আরও বাড়তে পারে।

২৩ জুলাই (রবিবার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনে নিজ কার্যালয়ে তিনি এসব তথ্য জানান।

গত ১৬ জুলাই নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রকাশ করে। এই কর্মপরিকল্পনায় সাতটি বড় বিষয়ের অন্যতম একটি হলো নির্বাচন কমিশনের সংলাপ।

সচিব মোহাম্মাদ আবদুল্লাহ বলেন, আগামী ৩১ জুলাই (সোমবার) বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হবে। চিঠি অলরেডি (এরই মধ্যে) জারি হয়ে গেছে। এটি আজকে না হলে কালকে যাবে। দুদিনের মধ্যে সবার হাতে চিঠি পৌঁছে যাবে।’

সংলাপে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে কারা থাকছেন—জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব বলেন, যাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, তাদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক ছাড়াও সিভিল সার্ভিসে যাঁরা দীর্ঘদিন মাঠপর্যায়ে কাজ করেছেন এমন সচিব বা রাষ্ট্রদূত, এই পর্যায়ের লোকজন রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত