সাতক্ষীরায় নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ : ২০ জুলাই ২০১৭, ১৯:১৮

জাগরণীয়া ডেস্ক

সাতক্ষীরার আশাশুনি উপজেলার দূর্গাপুর এলাকায় এক নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে পরিবার। তবে স্বামীর পরিবার দাবি করছে আত্মহত্যার।

২০ জুলাই (বৃহস্পতিবার) সকালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে। এর আগে বুধবার সকালে দূর্গাপুর এলাকার স্বামী শাহিনুর রহমানের বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত নুরজাহান আলো (২০) আশাশুনি উপজেলার শিতলপুর গ্রামের আবুল কালামের মেয়ে ও দূর্গাপুর গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আক্তারুজ্জামান বলেন, মেয়ের পরিবারটি অভিযোগ করছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর মৃতদেহ ওড়না পেচিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু ছেলের পরিবার দাবি করছে মেয়েটি আত্মহত্যা করেছে।

এ মুহূর্তে এটি হত্যা নাকি আত্মহত্যা কোন ধারণাই উড়িয়ে দিচ্ছি না। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত