বিষপানে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৭, ০০:১১
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/07/16/image-10121.jpg)
রাজধানীর লালবাগ থানাধীন নিউ পল্টন রোডের ৭৭ নম্বর সাততলা বাসায় বিষপান করে নীলা আক্তার (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
নীলার স্বামী আশিকুর রহমান জানান, ১৫ জুলাই (শনিবার) সকালে বাসায় সবার অগোচরে বিষপান করেন নীলা। বিষয়টি টের পেয়ে নীলাকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।