গোবিন্দগঞ্জে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশ : ১৩ জুলাই ২০১৭, ১৯:৩৮

জাগরণীয়া ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামিমা আক্তার সাথী (১৮) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সাপমারা ইউনিয়নে চৌস্থতপুর গ্রাম থেকে ১৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামিমা আক্তার সাথী ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। তিনি উপজেলার শহরগছি ডিগ্রী কলেজের এইচ এসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনা স্থল থেকে সাথীর মরদেহ উদ্ধার করা হয়। তার বাম হাতের কব্জির নিচে কাটা জখমের চিহ্ন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা চালানো অব্যাহত আছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে হয়েছে।

নিহতর বাবা সিরাজুল ইসলাম জানান, প্রতিবেশি অফির উদ্দিনের ছেলে বেলালের সঙ্গে তার দীর্ঘদিন ধরে ৫/৭ বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাতের কোন এক সময়ে বেলালসহ কয়েকজন লোক পরিকল্পিত ভাবে সাথীকে হত্যা করে পালিয়ে যায়। এ প্রসঙ্গে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও বেলালকে পাওয়া যায়নি। তবে তার প্রতিবেশি আতাউর রহমান এ অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত