জিম্মি উদ্ধার অভিযান শেষ, নিহত ৫, উদ্ধার ১৪

প্রকাশ : ০২ জুলাই ২০১৬, ১০:৪৫

জাগরণীয়া ডেস্ক

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মি উদ্ধারে অভিযান শেষ হয়েছে। এ ঘটনায় রেস্তোরাঁর মধ্যে ৫ জন নিহতের খবর পাওয়া গেলেও তাদের নাম পরিচয় জানা যায়নি। 

শনিবার (২ জুলাই) সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হওয়া অভিযান সকাল ৮টা ২০ মিনিটে শেষ হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহতসহ ১৪ জন বিদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

এদিকে, একজন বিদেশি নাগরিক ও একজন জঙ্গিকে সিএমএইচ- এ নেওয়া হয়। সকাল থেকে ৭টি অ্যাম্বুলেন্স গিয়ে ওই ভবনের সামনে অবস্থানরত থাকলেও কাদের লাশ ওঠানো হয়েছে তা জানা যায়নি। এ ঘটনার কবলে পড়া লোকদের স্বজনরা আহাজারি করতে থাকেন বাইরে থেকে। 

ভেতরে জিম্মি হওয়া কুক সমির রায়ের বোন পুতুল রায় জানান, রাতে তার ভাইয়ের সাথে কথা হয়েছিল। অভিযান চলার পর থেকে তার খোঁজ পাচ্ছি না। 

এই অভিযানের সময় সেনা প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক উপস্থিত থেকে নেতৃত্ব দেন। এই অভিযানে ছিল- সেনাবাহিনীর পদাতিক ডিভিশন ও সেনাবাহিনীর কমান্ডো টিম। তাদের সঙ্গে কাজ করেছে র‌্যাব, পুলিশ, ডিবি, সিআইডি ও বিজিবিসহ সব বাহিনী। এর পরই ঘটনাস্থল পরিদর্শন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত