কমান্ডো অভিযান সমাপ্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রকাশ : ০২ জুলাই ২০১৬, ১০:৩৩

জাগরণীয়া ডেস্ক

গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে কমান্ডো অভিযানে ৫ জনের মরদেহ ও ১২জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। ৪৫ মিনিট ধরে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার (০২ জুলাই) সকালে র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে জানান, ভেতর থেকে এখন পর্যন্ত ৫জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১২জনকে জীবিত উদ্ধার করা হয়ছে। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। আর্টিজান নামে ওই রেস্টুরেন্টের ভেতরে এখনো বেশ কয়েকটা অ্যাম্বুলেন্স অবস্থান করছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে সরিয়ে আনা হয়েছে। তাদের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত