মাগুরায় স্ত্রী ও মেয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ
প্রকাশ : ১৩ জুলাই ২০১৭, ০২:৪৮
মাগুরায় স্ত্রী কবিতা খাতুন (২৫) ও শিশু কন্যা জামেলা খাতুনকে (৫) হত্যার দায়ে আসামি স্বামী আমিরুল ইসলামকে (৩৬) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
১২ জুলাই (বুধবার) দুপুরে জনাকীর্ণ আদালতে তিনি এই রায় প্রদান করেন। মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আমিরুল ইসলাম জেলার মহম্মদপুর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের মৃত সোহবান মোল্লার ছেলে ।
মাগুরার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল হোসেন জানান, গত ৫ জুন রাত সাতটা থেকে ৯টার মধ্যে আসামি আমিরুল ইসলাম তার স্ত্রী কবিতা খাতুনকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা এবং তা দেখে ফেলায় কন্যা জামেলা খাতুনকে গলা টিয়ে হত্যা করে লাশ মাটিতে পুতে রাখেন।
নিহত কবিতা খাতুনের বাবা রফিক মোল্লা বাদী হয়ে আমিরুল ইসলামকে আসামি করে মহম্মদপুর থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেন। আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করে আসামি আমিরুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।