মোহনগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১১ জুলাই ২০১৭, ১৮:৪২
জাগরণীয়া ডেস্ক
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিউটি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী রাসেল মিয়া (২৬) ।
১১ জুলাই (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের বানিহারী গ্রামে এ ঘটনা ঘটে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মোতালেব জানান, দুপুরে বানিহারী গ্রামের জাবেদ আলীর ছেলে মাদকাসক্ত রাসেলের সঙ্গে কথা বাক-বিতণ্ডা হয় তার স্ত্রী বিউটির। একপর্যায়ে রাসেল তার হাতে থাকা কুড়াল দিয়ে বিউটিকে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় ঘাতক রাসেলকে আটক করেছে পুলিশ।
0Shares