৭৩ বছরের কনে, ১৫ বছরের বর! (ভিডিও)
প্রকাশ : ১০ জুলাই ২০১৭, ২১:৪৪
ইন্দোনেশিয়ায় এক অদ্ভুত বিয়ে অনুষ্ঠিত হয়েছে। সাধারণত বিয়ের পাত্র-পাত্রীর যে বয়সের হিসাব করা হয়, এটি তার থেকে সম্পূর্ণ ভিন্ন। কারণ এখানে পাত্রীর বয়স ৭৩ বছর হলেও পাত্রের বয়স মাত্র ১৫ বছর। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।
তাদের বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় চারদিকে সাড়া পড়ে যায়।
স্থানীয়রা বলছেন, ব্যাভিচারের পাপ এড়াতে ২ জুলাই কনে রোহায়ার সঙ্গে বর সালামতের বিয়ে দেওয়া হয়। ছেলের বাবা কয়েক বছর আগেই মারা গেছেন এবং মা আরেক জনের সঙ্গে পুনর্বিবাহ করেছেন।
ইন্দোনেশিয়ার আইন অনুসারে বিয়ের ক্ষেত্রে নারীদের বয়স কমপক্ষে ১৬ এবং পুরুষদের ১৯ হতে হয়। তাহলে কিভাবে তাদের বিয়ে সম্পন্ন হলো? এ প্রসঙ্গে জানা যায়, বয়স কম থাকার পরও গ্রামের কর্তাব্যক্তিরা তাদের জন্য বিশেষ বিবেচনায় অনিবন্ধিত বিয়ের অনুমতি দিয়েছেন। বিয়ের অনুমতি না দিলে এ দম্পতি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন বলে জানা যায়।
তাদের বয়স নিয়ে অবশ্য বিভিন্ন মিডিয়া বিভিন্ন তথ্য দিয়েছে। অনেকে পাত্রের বয়স ১৬ এবং পাত্রীর বয়স ৭১ বলেও জানিয়েছে।
কিভাবে তাদের সম্পর্কের সূত্রপাত? জানা গেছে, সেই কিশোর একবার ম্যালেরিয়ায় আক্রান্ত হলে তার সেবা-শুশ্রুষা করে সারিয়ে তোলেন ৭৩ বছর বয়সী ওই বৃদ্ধা। সে সময়ই তারা একে অপরের কাছাকাছি আসেন।
তাদের বিয়ের ভিডিওটি দেখুন