টিভি লাইভে তরুণীকে প্রধানমন্ত্রীর বিয়ের প্রস্তাব! (ভিডিও)

প্রকাশ : ২২ জুন ২০১৭, ১৮:৪০

জাগরণীয়া ডেস্ক

সম্প্রতি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে খবরের শিরোনাম হয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী শাদ আল হারিরি। গত ২০ জুন (মঙ্গলবার) দেশটির একটি টেলিভিশন চ্যানেলে বাণিজ্য খাত নিয়ে সরাসরি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে লেবাননের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলার সময় হঠাৎই তিনি এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।

আল আরাবিয়ার খবরে বলা হয়, বৈরুতের সিইসি (Center for Exhibitions and Conferences)’এ সরাসরি ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশেষ অনুষ্ঠানটিতে দর্শক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল কয়েকশ’ মানুষকে।

এসময় দর্শকদের মাঝে বসে ছিলেন দিনা দাওয়ারিশ নামের এক তরুণী। অনুষ্ঠান চলাকালে হারিরি হঠাৎ করেই ওই তরুণীকে মঞ্চে আসার আহ্বান জানান। দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধও করেন।

দিনা মঞ্চে আসলে তিনি কবি বিলাল আল মারকে তার মোবাইলে ধারণ করা একটি প্রেমের কবিতা পড়ে শোনাতে বলেন। কবিতাটি বিলাল দিনার উদ্দেশ্যেই রচনা করেছিলেন। এরপর হারিরি দিনার কাছে জানতে চান বিলালকে তিনি বিয়ে করতে ইচ্ছুক কিনা।

স্বাভাবিকভাবেই সংকোচের সঙ্গে প্রস্তাবে সম্মতি জানান দিনা। ‘মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজি?’ প্রধানমন্ত্রী শাদ আল হারিরির সামনেই মঞ্চে সম্মানসূচক চুমো’র সঙ্গে দিনার আঙ্গুলে আঙটি পরিয়ে দেন বিলাল।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত