খাবারের ছবি নিয়ে বিতণ্ডার ফলে স্ত্রীকে তালাক
প্রকাশ : ০২ মে ২০১৭, ১৭:২০
জর্ডানের রাজধানী আম্মানে স্বামী-স্ত্রী একটি বিলাসবহুল রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন। বেশ রোমান্টিক পরিবেশে খেতে বসলেন দুজন। কিন্তু কে জানতো এই ভোজের পরিণতিই বিচ্ছেদের মাধ্যম হবে। রেস্তোরাঁয় খাবার নিয়ে বিতণ্ডার ফলে স্ত্রীকে তালাক দিলেন স্বামী।
দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস একটি প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে।
আর এই তালাকের জন্য স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি স্ত্রীর মাত্রাছাড়া আসক্তিকে দায়ী করেছেন।
রেস্তোরাঁর কর্মীর বরাত দিয়ে আরব বিশ্বের প্রভাবশালী পত্রিকাটি জানায়, ওই দম্পতি খাবারের অর্ডার দিয়েছিলেন। কিন্তু খাবার পরিবেশন করতে লেগে যায় আধা ঘণ্টারও বেশি সময়। এমনিতেই ক্ষুধার্ত ছিলেন স্বামী। খাবার আসতে দেরি হওয়ায় তার ক্ষুধার মাত্রা আরও বেড়ে যায়।
খাবার সামনে পেয়ে যেই স্বামী উদরপূর্তি করতে যাবেন, তখনই স্ত্রী ধরল বায়না। আগে খাবারের ছবি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করবেন তিনি। তারপরই শুরু হবে খাওয়া। উদ্দেশ্য বন্ধু-বান্ধবদের দেখিয়ে লাইক-কমেন্ট পাওয়া। স্ত্রীর এই আবদারে ক্ষুধার্ত স্বামীর মেজাজ সপ্ত আকাশে চড়ল। খাবার আগে না স্ত্রী আগে এসব ভাবনার তোয়াক্কা না করেই দিয়ে দিলেন তালাক। এরপর খাবার না খেয়েই রেস্তোরাঁ থেকে বের হয়ে গেলেন স্বামী। যাওয়ার সময় খাবারের দামটিও দিয়ে যাননি তিনি।