বন্দুক ঠেকিয়ে চিকেন নাগেট!

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ০০:০১

জাগরণীয়া ডেস্ক

বন্দুক তাক করে এক সহপাঠিনীর কাছ থেকে ‘চিকেন নাগেট’ চেয়েছে ১২ বছরের এক ছেলে। মঙ্গলবার নিউ ইয়র্কের হারলেম সাবওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হারলেমে ম্যাকডোনাল্ডসের ফাস্ট ফুডের একটি দোকানে ওই মেয়ের কাছে ছেলেটি একটি চিকেন নাগেট চায়। কিন্তু মেয়েটি তা দেয়নি। এরপর সেই ছেলে মেয়েটির পেছনে পেছনে গিয়ে কাছের সাবওয়ে স্টেশন যাওয়ার পথে তার মাথায় বন্দুক ঠেকায়। তবে মেয়েটি তৎক্ষণাৎ এক ঝটকায় তার বন্দুক ফেলে দিয়ে ট্রেনে উঠে পড়ে।

পুলিশ জানায়, ছেলেটিকে গ্রেপ্তার করা হলেও তার কাছে বন্দুকটি খুঁজে পাওয়া যায়নি। আর সেটি আসল না নকল ছিল তাও জানা যায়নি। 

বৃহস্পতিবার ঐ ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং মামলাটি পারিবারিক আদালতে স্থানান্তর করা হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত